করোনা আটকে দিল আলিয়া-রণবীরের বিয়ে!

করোনা আটকে দিল আলিয়া-রণবীরের বিয়ে!

রণবীর কাপুর আর আলিয়া ভাটের প্রেমের খবর বি-টাউনের সবারই জানা। যদিও প্রেমের বিষয়ে এত দিন লুকোচুরি করেছেন তারা দুজন। একসঙ্গে থেকেছেন, ঘুরেছেন, আড্ডা দিয়েছেন। কিন্তু প্রকাশ্যে স্বীকার করেননি।

এবার স্বীকার করেছেন দুজনেই। কিছুদিন আগে বিয়ের বিষয়ে মুখ খুলেছিলেন আলিয়া ভাট। এবার একই বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন রণবীর কাপুর। এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘করোনা না এলে হয়তো এ বছর বিয়েটা করেই ফেলতাম। এই করোনার জন্যই সব ভেস্তে গেল।’

গার্লফ্রেন্ড আলিয়াকে আজব প্রকৃতির উল্লেখ করে এ অভিনেতা আরও বলেন, ‘আলিয়া কখনও গিটার শিখছে, কখনও স্ক্রিপ্ট রাইটিং শিখছে, আবার কখনও হর্স রাইডিং। আলিয়া একেবারে চুপচাপ থাকার মেয়ে নয়। তাই আগে আলিয়া চুপচাপ হোক, তারপরই বিয়ে।’

কবে বিয়ে করছেন? কিছুদিন এক সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, ‘আমার বয়স এখন ২৫। বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। শিগগিরই বিয়ে করছি না।’

এর আগে দীপিকা এবং ক্যাটরিনার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল রণবীরের। তাদের বিয়ের পর আলিয়াকে নিয়ে মেতে উঠেন রণবীর। রীতিমতো হাবুডুবু খেয়েছেন তার প্রেমে। 

আপনি আরও পড়তে পারেন