চৌগাছায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

চৌগাছায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ রুহুল আমিন(চৌগাছা) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওয়ালিদ হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এবং একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জাহাঙ্গীরপুর বকুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ওয়ালিদের মামা জানান,  জাহাঙ্গীরপুর বাজার থেকে মুরগি কিনে বাইসাইকেলে বাড়ি ফিরছিল ওয়ালিদ।  বকুলতলা মোড়ে পৌছালে  একটি বেপরোয়া ইটভাটার ট্রাক তাকে ধাক্কা দেয়।  এসময় রাস্তা উপরে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়ালিদকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন