নবাবগঞ্জে নববর্ষ উৎযাপন করতে গিয়ে দুই যুবকের বাইক এক্সিডেন্টে নিহত

নবাবগঞ্জে নববর্ষ উৎযাপন করতে গিয়ে দুই যুবকের বাইক এক্সিডেন্টে নিহত

নবাবগঞ্জ প্রতিনিধি :  

  ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার প‍্যারাগন হাসপাতালে সামনে  মটরসাইকেলে দূর ঘটনায় দুই যুবকের মৃত্যু।


মৃত ব‍্যাক্তিরা হলেন বাঘমারার  মহশিন উদ্দিন  ভিপি পলাশের বড় ছেলে প্রান্তিক (২০) এবং তার বন্ধু  আলভি     বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ ঘটিকায় দুই বন্ধু নববর্ষ উৎযাপন করতে মটরসাইকেল নিয়ে বের হয় এসময় অপর প্রান্ত থেকে প্রচন্ড বেগে আসা একটি মটরসাইকেলকে প্রচন্ড বেগে ধাক্কা দিয়ে প্রান্তিক (২০) ও তার সাথী আলভি   (২০) নিজেরাই ছিটকে পড়ে গুরুত্বর  আহত হয়।  

গুরুতর আহতবস্থায় স্থানীয়রা  প্রান্তিককে দ্রুত হলি ফ্যামেলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করেন এবং আলভিকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের আইসিওতে ভর্তি করা হয়, হলি ফ্যামেলী হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে থেকে ২ জানুয়ারী সকাল ৮:৩০ আলভি মারা যায়।

আপনি আরও পড়তে পারেন