বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির জন্মদিন উদযাপন

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির জন্মদিন উদযাপন

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক  জীবিত ব্যক্তি জাপানের নারী কানে তানাকা। শনিবার তিনি ১১৮ বছর পূর্ণ করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

তানাকা ২ জানুয়ারি ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন। জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ফুকুয়াকায় একটি কেয়ার হোমে তার ১১৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। ওই কেয়ার হোমে তিনি বসবাস করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তিনি তার জন্মদিন উদযাপন করেছেন। হাততালি দিয়েছেন। জানান, ১২০ বছর পর্যন্ত সুস্থ থাকার পরিকল্পনা তার।

তানাকা বর্তমানে সুস্থ আছেন। তিনি প্রতিদিন নিয়ম করে তিনবেলা খাবার গ্রহণ করছেন। ব্যয়াম করছেন। যদিও করোনা ভাইরাসের কারণে জারি করা বিধিনিষেধের কারণে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাত পাননি তিনি।

আপনি আরও পড়তে পারেন