কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।সুস্থ হয়েছে ৬ জন।সিভিল সার্জন ডা.মো:মুজিবুর রহমান জানিয়েছেন,৩ জানুয়ারি রবিবার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭ টি নমুনা পরীক্ষায় নতুন ৮ জন ও পুরনো ২ জনের নমুনা পজেটিভ এসেছে।
অন্যদিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষা করা ৪৩ টি নমুনাই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ২ জন,বাজিতপুর উপজেলায় ৪ জন ও মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।
সুস্থ হয়েছেন কিশোরগঞ্জ সদর ২ জন, তাড়াইল উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ৩ জন।কিশোরগঞ্জ জেলায় করোনায় চিকিৎসাধীন আছে মোট ৮২ জন।