করিমগঞ্জে বিতর্কচর্চা সম্প্রসারণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

করিমগঞ্জে বিতর্কচর্চা সম্প্রসারণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে তৃণমূল পযার্য়ে বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে করিমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে  অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউ এন ও)তসলিমা নূর হোসেন। উক্ত অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার দু”শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 ন্যাশনাল ডিবেট ফেডারেশন ও বিতর্ক মঞ্চের সহযোগিতায় করিমগঞ্জ উপজেলা প্রশাসন এ বির্তক ওরিয়েন্টেশনের আয়োজন করে।বক্তারা বলেন,ভালো বিতার্কিক হতে হলে বিষয় সংশ্লিষ্ট বই,পত্রিকা অনলাইন পোর্টাল ঘাটতে হবে।ইউটিউব এ বিষয় রিলেটিভ আলোচনা দেখা যেতে পারে।

আলোচক হিসেবে ওরিয়েন্টেশনে অংশ নেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ,করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃমমিনুল ইসলাম, বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা রকিবুল হান্নান মিজান,ন্যাশনাল ডিবেট ফেডারেশন যুগ্ম সচিব রবিউল ইসলাম রিমন,ডিরেক্টর বিলকিস বারী,আহমেদ জায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় উপস্থিত  ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন