স্টাফ রিপোর্টার:
বিনামূল্যে সরকারি বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগে ঢাকার দোহারের দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা আক্তারকে শোকজ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি সারাদেশের ন্যায় ঢাকার দোহারেও একযোগে বিনামূল্যে বই বিতরণ করা হয়৷ দোহারের দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী/ অভিভাবকদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছেন মুঠোফোনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এমন অভিযোগ করেন অভিভাবকরা৷
আরো জানা গেছে, ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে সমাপনী সার্টিফিকেট এবং প্রশংসাপত্রবাবদ টাকা নিয়ে থাকেন এই প্রধান শিক্ষিকা৷
এই অভিযোগের ভিত্তিতে দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা আক্তারকে আগামী ৫ দিনের মধ্যে লিখিত জাবাব চেয়ে শোকজ চিঠি দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভীন।
বিষয়টি নিশ্চিত করে দোহার উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভীন প্রতিবেদককে বলেন, সরকারি কর্তৃক বিনামূল্যে বই বিতরণকালে ১ শত করে টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা আক্তারকে শোকজ করে চিঠি দেওয়া হয়েছে। এমনকি ৫ কর্মদিবসের মধ্যে জবাবদিহিতা করার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷