শেরপুরে সিডিসি প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সিডিসি প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


শেরপুর প্রতিনিধি :

শেরপুরে সাংবাদিকদের নিয়ে সিডিসি (কোভিট-১৯ বিপজ্জনক) প্রতিরোধ সম্পর্কে সচেতন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী বুধবার সকালে ‘লাইফ স্টাইল এবং হেল্থ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে সিভিল সার্জন ডা: একেএম আনওয়ারুল রউফ এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালায় কোভিট-১৯ সম্পর্কে জেলায় স্বাস্থ্য বিভাগের নানা কর্যক্রমের বিবরণ দেয়া হয়। এতে বলা হয়, জেলায় অদ্যাবধি মোট কোভিট আক্রান্ত হয়েছে ৫৭২ জন এবং মৃত্যু বরণ করেছে ১৩ জন আর সুস্থ্য হয়েছেন ৫৩৩ জন।

এছাড়া কোভিট মোকাবেলায় ডেটিগেটেড হাসপাতালের ১০০ সয্যা এবং আইসোলেশন সরকারী ১৫০ ও বেসরকারী ১০৩ টি সয্যা প্রস্তুত রাখা হয়েছে। আর চিকিৎসা কাজে নিয়োজিত রয়েছে ১০১ জন ডাক্তার ১৪৮ জন নার্স। এছাড়া জেলা হাসপাতালে সম্প্রতি ২টি ভেন্টিলেটার স্থাপন করা হয়েছে।


কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আক্রাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

আপনি আরও পড়তে পারেন