শরণখোলায় অনলাইন লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পেল ১৮০শিক্ষার্থী

শরণখোলায় অনলাইন লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পেল ১৮০শিক্ষার্থী

আবু-হানিফ.বাগেরহাট অফিসঃ


এই প্রথমবারঅনলাইন লটারির মাধ্যমে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১১জন আবেদনকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮০জন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন তিনজন অভিভাবক এবং শিক্ষকদের উপস্থিতিতে কম্পিউটারে ক্লিক করে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন লটারির ফলাফল প্রকাশ করেন।


বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজীর সভাপতিত্বে এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক অমলেন্দু হালদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, কম্পিউটার শিক্ষক সৈয়দ আল আমীন, সহকারী শিক্ষক বদিউজ্জামান বাদল, শাহিনুজ্জামান শাহিন, ওমর ফারুক, হুমায়ুর কবির, জাহাঙ্গীর কবির, সাংবাদিক মনিরুজ্জামান আকন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী জানান, ফলাফল জানতে শিক্ষার্থী বা অভিভাবকদের এখন আর বিদ্যালয়ে আসেত হবে না। উত্তীর্ণদের মোবাইলেই ম্যাসেজ পৌঁছে যাবে। ঘরে বসেই ফলাফল জানতে পারবেন তারা।

আপনি আরও পড়তে পারেন