ঘাটাইলে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী

ঘাটাইলে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী

সৈয়দ  মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসনের হস্তক্ষেপে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) মারিয়া বেগম বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। সোমবার উপজেলার দেউলাবাড়ি মধ্যপাড়া গ্রামে হাফিজুর রহমানের মেয়ে ওই ছাত্রীর বাড়িতে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ করেন উপজেলা  কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার। পরে দুপুরে পুলিশ বিয়েবাড়িতে উপস্থিত হন। তাঁদের দেখে ছেলে পক্ষ মেয়ের মাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান ইউএনও। 

আপনি আরও পড়তে পারেন