নবাবগঞ্জে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

নবাবগঞ্জে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০১৯ সালে হালনাগাদকৃত ভোটারদের স¥ার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও এইচ এম সালাউদ্দীন মনজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল।


এদিন কলাকোপা ইউনিয়নে ১২ শতাধিক ভোটারকে স¥ার্টকার্ড দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের ভোটারকে স¥ার্টকার্ড বিতরণ করা হবে বলে জানা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দুরা ইউপি চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া, কলাকোপা ইউপি সচিব মো. গোলাম মোস্তফা, সদস্য খন্দকার আবুল আরিফ হিটু, মো. বজলুর রহমান, মো. মহসিন, মো. ছাহের উদ্দিন, লুৎফা আক্তার, মো. রজ্জব আলী, বাবু লাল মোদক, মো. সিরাজ উদ্দিন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন