সাম্বায় মাতোয়ারা রিও ডি জেনেরিও কার্নিভাল

সাম্বায় মাতোয়ারা রিও ডি জেনেরিও কার্নিভাল

করোনা মহামারির ভয় কাটিয়ে, ব্রাজিলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রিও ডি জেনেরিও উৎসব। নাচে-গানে মনোরম এ আয়োজন নজর কাড়ে সবার। পাশাপাশি দেশটিতে উদযাপন করা হচ্ছে চীনা নববর্ষ। এতে ভালোবাসা দিবসের রং আর উৎসবে মিলেমিশে একাকার দেশটির বিভিন্ন শহর।

চারদিকে রঙের ছোঁয়া, সঙ্গে আতশবাজি। বৈচিত্র্যময় সব পোশাক পরে যেন খুশির সীমা নেই তাদের। উদযাপন কেবল নিজেদের মধ্যে নয়, অনাবিল আনন্দ অন্যের কাছে ছড়িয়ে দেয়াই মূল উদ্দেশ্য।

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম রঙিন, জাঁকজমকপূর্ণ ও জনপ্রিয় উৎসব রিও কার্নিভাল। প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ অংশ নিলেও করোনার কারণে এবার অত্যন্ত সীমিত পরিসরে হচ্ছে আয়োজন। তবুও সাম্বা’র তালে আসেনি একটুও কমতি।

সাও পাওলোতে শুরু হয়েছে নতুন বছর বরণ। চীনের সঙ্গে মিল রেখে এটি উদযাপন করা হচ্ছে। ভালোবাসা দিবসের এ ক্ষণে, নাচে গানে ভরপুর আয়োজন দৃষ্টি কাড়ে সবার।

এ বছর আয়োজন খুবই সীমিত। তবুও আমরা আনন্দ করার চেষ্টা করছি। সবার জীবনে শান্তি আসুক এই প্রার্থনা করি।

টিকা কর্মসূচি চলায় আগামী বছরের আয়োজন আরও মনোমুগ্ধকর হবে বলে আশা দর্শনার্থীদের। 

আপনি আরও পড়তে পারেন