নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

সারাদেশের ন্যায় ঢাকার  নবাবগঞ্জে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের” জন্মশত বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কাটার মাধ্যমে  বুধবার  উৎযাপন করা  হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও  জাতীয় শিশু দিবসকে সামনে রেখে সরকারি ও বেসকারি ভবনগুলো ব্যাপক আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

বেলা  ১০ টায়  নবাবগঞ্জ উপজেলা প্রশাসন পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে  শ্রদ্ধা জানায়। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, দোহার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, নবাবগঞ্জ থানা পুলিশ,  মহিলা আওয়ামীলীগ, যুবমহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই দিন দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেন। এছাড়া ছোট ছোট শিশু কিশোররা বঙ্গবন্ধু সেজে  ৭ মার্চে দেওয়া বঙ্গবন্ধুর ভাষন পরিবেশন করেন।

এছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন করে স্কুল কলেজের শিক্ষার্থীগণ। এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর  বেসকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হন। এসময় সালমান এফ রহমান  বলেন,  বঙ্গবন্ধুর কারনে আজকের বাংলাদেশ পেয়েছি আমরা। বঙ্গবন্ধু যদি দেশ স্বাধীন না করতেন। তাহলে আমরা আজ যেখানে আছি সেখানে থাকতে পারতাম না।

আমরা পাকিস্থানের কলোনী  হিসেবে থাকতাম। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান  নাসির উদ্দিন আহমেদ ঝিলু,নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আবু বকর,উপজেলা আওয়ামীলীগ আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ন আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, সদর   ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল,  চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  ডাঃ বাবুল মিয়া, এশিয়ান টিভি বিশেষ প্রতিনিধি  হালিমা আক্তার লাবন্য, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, এস এম সাইফুল ইসলাম  প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন