ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ ৯ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল। লকডাউনের দরুন তা মাঠে গড়ায়নি। লকডাউন বাড়লে পিছিয়ে যাবে লিগের খেলাও।
গত বছরের মতো অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেছে লিগ। এদিকে লিগের সমাপ্তি টানার ইঙ্গিত দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।
তার কথা, ‘গত বছর লিগ শেষ করতে পারিনি করোনার কারণে। এ বছরও যদি লিগ শেষ না হয় তাহলে সমস্যা হবে ক্লাবগুলোর। প্রতি বছর তারা অনেক অর্থ লগ্নি করে থাকে। তাই দু-তিনদিনের মধ্যে ক্লাব কর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় বসব আমরা। দেখি তারা কি মতামত দেন।’
চারটি ফুটবল লিগ বন্ধ। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় লেগ এবং তৃতীয় বিভাগ লিগ ও মেয়েদের ফুটবল লিগের কিছু ম্যাচ বাকি রয়েছে। লকডাউনের কারণেই এই খেলাগুলো আটকে গেছে।
এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে সাতদিন সময় দিয়ে এই চারটি প্রতিযোগিতা ফের শুরু হবে। সালাম মুর্শেদী বলেন, ‘লিগ ফের শুরুর জন্য দু-তিনটি বিষয় বিবেচনা করব আমরা। ফুটবলাররা যাতে ফিট হয়ে খেলতে পারে। আরেকটি বিষয়, ‘ক্লাবগুলো যাতে সমস্যায় না পড়ে। খেলোয়াড় ও ক্লাবের স্বার্থ বিবেচনা করেই আমরা লিগ শেষ করতে চাই।’
এদিকে করোনার সংক্রমণ বাড়ায় দ্বিতীয় লেগে লিগের ঢাকার বাইরের ভেন্যু বাতিল হবে না শুধু একটি ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। সেই সিদ্ধান্তও ক্লাব কর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় হবে বলে বাফুফের সূত্রে জানা গেছে।
চলমান পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ব্যস্ত সূচি রয়েছে মে ও জুনে। ১৪ মে এএফসি কাপের চূড়ান্তপর্ব শুরু হওয়ার কথা রয়েছে। যেখানে খেলবে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ৩১ মে থেকে ১৫ জুন কাতারে বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। এতেও প্রিমিয়ার লিগে লম্বা ছেদ পড়ার সম্ভাবনা রয়েছে।