ভারতে শ্মশানগুলোতে লাশের দীর্ঘ সারি, দেখুন ছবিতে

ভারতে শ্মশানগুলোতে লাশের দীর্ঘ সারি, দেখুন ছবিতে

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা খাত। দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের জন্য চলছে হাহাকার। অক্সিজেনের অভাবে অনেক হাসপাতালে রোগী মারা যাচ্ছে। 

একসঙ্গে এত মানুষের মৃত্যুর কারণে ভিড় বাড়ছে শ্মশানগুলোতে। সেখানে প্রিয় মানুষের শেষকৃত্যের জন্য লম্বা লাইন ধরতে হচ্ছে স্বজনদের। পরিস্থিতি সামাল দিতে অনেক স্থানেই ব্যবস্থা করা হচ্ছে গণচিতার। খবর ও ছবি আনন্দবাজারের।

গাজিয়াবাদের হিন্দনঘাট শ্মশানে প্রকাশ্যেই সারি করে রাখা হয়েছে মৃতদেহ। মৃতদেহ দাহের অপেক্ষায় স্বজনরা।

আপনি আরও পড়তে পারেন