মুক্তিযোদ্ধাদের জন্য অ্যাডভোকেট কামরুল ইসলামের ঈদ উপহার

মুক্তিযোদ্ধাদের জন্য অ্যাডভোকেট কামরুল ইসলামের ঈদ উপহার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার (১০ মে) সকালে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।

ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা মেনেই সোহরাওয়ার্দী উদ্যানের কিছু গাছ কেটে ফেলা হচ্ছে। এর বিরোধিতা করা অযৌক্তিক। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছিল।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ ভালো আছে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকার বদ্ধপরিকর।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আজম খান বারকু ও যুগ্ম আহবায়ক হাজী আলতাফ হোসেন বিপ্লব।

আপনি আরও পড়তে পারেন