শ্রীমঙ্গলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

শ্রীমঙ্গলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

শ্রীমঙ্গলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

 

অরবিন্দ দেব,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আতাউর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে সিলেট র‌্যাব-৯ এর সদস্যরা। আতাউর রাজনগর থানার গোবিন্দহাটি গ্রামের আব্দুল হামিদ মাস্টারের ছেলে। তিনি রাজনগরের কাশীপুর চা বাগানের সাবেক ব্যবস্থাপক।
র‌্যাব সদস্যরা আতাউরকে মঙ্গলবার রাতে মৌলভীবাজারের বড়লেখা থেকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানার নিয়ে আসে।
পুলিশ জানা যায়, ওই স্কুলছাত্রীকে আতাউর তার চা বাগানের বাংলোতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বড় বোন বাদী হয়ে গত বছরের ২৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, আতাউর দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। র‌্যাব সদস্যরা আজ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

 

আপনি আরও পড়তে পারেন