জগন্নাথপুরে খাশিলা ফুটবল প্রিমিয়ার লীগ (সিজন-৮) এর ফাইনাল খেলায় সারা স্পোর্টিং ক্লাব বিজয়ী

জগন্নাথপুরে খাশিলা ফুটবল প্রিমিয়ার লীগ (সিজন-৮) এর ফাইনাল খেলায় সারা স্পোর্টিং ক্লাব বিজয়ী
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে খাশিলা ফুটবল প্রিমিয়ার লীগ (সিজন-৮)
আবির গোল্ডকাপ এর ফাইনাল খেলায়  ট্রাইব্রেকারে বিজয়ী হয়েছে ❝সারা স্পোর্টিং ক্লাব❞ ।
জগন্নাথপুর এর খাশিলা ফটবল প্রিমিয়ার লীগ (সিজন-৮) আবির গোল্ডকাপ-২০২১ ইং এর ফাইনাল খেলা গতকাল ৭ মে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী খাশিলা গ্রামের পশ্চিম এর মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় “সারা স্পোর্টিং ক্লাব” শক্তিশালী ” ফাইজান স্পোর্টিং ক্লাব” এর মোকাবেলা করে।টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ গোল শূন্য ড্র হলে ট্রাইব্রেকারে “সারা স্পোর্টিং ক্লাব” ৩-২ গোলে জয়লাভ করে।
খেলা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হাজী মোঃ  রেজাউল করিম রিজু মিয়া,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর সফল সভাপতি সুহিন আহমদ দুদু,সারা স্পোর্টিং ক্লাব এর চেয়ারম্যান সাহেদ চৌধুরী, এসোসিয়েশনের সাবেক সভাপতি সাবুল মিয়া,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ডা. জাহিদুল ইসলাম ওসাবেক কৃতি ফুটবলার খলিলুর রহমান।

পরিশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
উক্ত খেলায় ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন  “সারা স্পোর্টিং ক্লাব” এর গোলকিপার রুহুল কিস্ত চৌধুরী এবং টুর্নামেন্ট সেরা হাবীব।

আপনি আরও পড়তে পারেন