ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিসরে বৈঠকে বসছেন হামাসপ্রধান

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিসরে বৈঠকে বসছেন হামাসপ্রধান

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি আরও সংহত করে গাজা, পশ্চিম জেরুজালেম, আল-আকসা, শেখ জাররাহ এলাকায় স্থায়ী শান্তি ফেরাতে বৈঠকের আয়োজন করেছে মিসর। খবর আলজাজিরার।

মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এ বৈঠকে হামাসপ্রধান ইসমাইল হানিয়া ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি অংশ নিচ্ছেন। তবে কবে, কোথায় ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানায়নি মিসর। খবর আলজাজিরার।

তবে হামাস ও ইসরাইলি নেতাদের বৈঠক ঘিরে কায়রোজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরই মধ্যে রোববার কায়রো পৌঁছেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। সেখানে গিয়েই তিনি উচ্ছ্বাস প্রকাশ করে টুইটও করেছেন।

টুইটবার্তায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী লেখেন— প্রায় ১৩ বছর পর কায়রো সফরে এসেছি। সফরে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আমরা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্নির্মাণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি হামাসের জিম্মায় থাকায় ইসরাইলি বন্দিদের মুক্তির ব্যাপারেও আলোচনা হবে।

হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল। এর আগে রোববার গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল।

আপনি আরও পড়তে পারেন