কোপা আমেরিকায় ব্রাজিল দলে আছেন যারা

কোপা আমেরিকায় ব্রাজিল দলে আছেন যারা

বেশ কয়েক দিন আগে কোপা আমেরিকা খেলতেই অনাগ্রহী ছিলেন ব্রাজিলের জাতীয় দলের ফুটবলাররা।

এর পর নিজ দেশে কোপা আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলেও শামিল হয়েছিলেন।

নেইমার-কাসেমিরোদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কোচ তিতেও। এসব নিয়ে বহু নাটকের পর এবারের কোপা আমেরিকা ব্রাজিলেই অনুষ্ঠিত হচ্ছে।

এমনকি জাতীয় দলের সব খেলোয়াড়ই এখন টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী।

আয়োজকদের সমালোচনা করলেও সেলেকাও তারকারা জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলতে কোনো আপত্তি নেই তাদের।

ইতোমধ্যে কোপার জন্য স্কোয়াড ঘোষণা দিয়েছেন কোচ তিতে। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন রয়েছে সেখানে। এ ছাড়া নিয়মিতদের সবাই জায়গা পেয়েছেন প্রতিযোগিতাটির ব্রাজিল দলে।

বেনফিকার ডিফেন্ডার লুকাস ভেরিসিমোর জায়গায় এসেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফেলিপে।

এবারের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। গ্রুপে দলটির অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।

বাংলাদেশ সময় আগামী ১৩ জুন ভোর ৩টায় গারিঞ্চা স্টেডিয়ামে ভেনিজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।

একনজরে কোপা আমেরিকার ব্রাজিল দল—

গোলরক্ষক : আলিসন (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), এমেরসন (রিয়াল বেটিস), ফেলিপে (অ্যাথলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাথলেটিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড: এভেরতন (বেনফিকা), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিশার্লিসন (এভারটন)

তথ্যসূত্র: মার্কা

আপনি আরও পড়তে পারেন