নড়াইলে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন, শেখ রাসেল ক্রীড়া চক্রের শুভ সূচনা

নড়াইলে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন, শেখ রাসেল ক্রীড়া চক্রের শুভ সূচনা

ফরহাদ খান, নড়াইল

নড়াইলে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় দাপুটে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মির্জাপুর পথিকৃত সংসদকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

খেলার প্রথমার্ধে কাজল ও ইরানের দেয়া দুই গোলে এগিয়ে থাকে শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয়ার্ধেও শেখ রাসেলের খেলোয়াড়রা নান্দনিক ফুটবল খেলেন। এ সময় জনি ও ইব্রাহিম আরো দু’টি গোল করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় ও নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, খেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন এনডিসি জাহিদ হাসান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্নু, সহ-সভাপতি সৈয়দ তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক কৃষ্ণপদ দাস, সদস্য আজিজুল ইসলামসহ ক্রীড়াপ্রেমীরা। খেলা পরিচালনা করেন শামীম আকবর খান। বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে ১২টি দল অংশ নিচ্ছে।

আপনি আরও পড়তে পারেন