মেসিদের জন্য কৌশল বদলাবে না কলম্বিয়া

মেসিদের জন্য কৌশল বদলাবে না কলম্বিয়া

কলম্বিয়া সর্বশেষ কোপা আমেরিকা ফাইনালে উঠেছিল ২০০১ সালে। তাদের সামনে লড়াইটা দুই দশকের অপেক্ষা শেষ করার। অন্যদিকে সেমিফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। প্রায় তিন দশক ধরে শিরোপার দেখা নেই দলটির। 

সঙ্গে আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির একটা আন্তর্জাতিক শিরোপা জয়ের আক্ষেপটাও তো অনেকদিনের। স্বাভাবিকভাবেই ফাইনালে উঠতে মরিয়া থাকবেন তিনি ও তার দল। এমন অবস্থায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে কৌশলে বদল আনবে না কলম্বিয়া। এমনটিই জানিয়েছেন দলটির ফুটবলার হুয়ান কুয়াদরাদো।

 

তিনি বলেন, ‘নিজেদের কৌশলে আমরা কোনো বদল আনব না। যদি বল আমাদের পায়ে রাখতে পারি তাহলে তাদের বিপদে ফেলতে পারব। এই ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতো। আমাদের আকাঙ্ক্ষা এবং মূল লক্ষ্য ফাইনালে যাওয়া। এই ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস আছে।’

কলম্বিয়ান এই ফুটবলার আরও বলেন, ‘আমরা সবাই জানি, মেসি কী করতে পারে। ম্যাচটি খেলতে পারা আমাদের জন্য সৌভাগ্যের। কিন্তু কেবল সে নয়, আর্জেন্টিনা দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছে, যারা আমাদেরকে ভোগাতে পারে। সেরা দলগুলোর একটি তারা। তাদেরকে আটকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে আমাদের।’

আপনি আরও পড়তে পারেন