চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর টাউন হল এলাকা পরিদর্শন করেন। টহল কার্যক্রম পরিদর্শনের সময় সেনাপ্রধান সেখানে কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, স্টেশন কমান্ডার ময়মনসিংহ স্টেশন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান।
এ ছাড়া চলমান লকডাউন পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুর রহমান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, র্যাব-১৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান।
এ সময় সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ এলাকায় চলমান অপারেশন কোভিড শিল্ড-এর দ্বিতীয় পর্বে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।