উপ-নির্বাচনে সুনামগঞ্জ জেলা পরিষদ এর ১১ নং ওয়ার্ডের সদস্য পদে সৈয়দ দুলাল নির্বাচিত

উপ-নির্বাচনে সুনামগঞ্জ জেলা পরিষদ এর ১১ নং ওয়ার্ডের সদস্য পদে সৈয়দ দুলাল নির্বাচিত

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা পরিষদ এর ১১ নং ওয়ার্ডের সদস্য পদে উপ- নির্বাচনে আলহাজ্ব সৈয়দ দুলাল নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী, মীরপুর,চিলাউড়া -হলদিপুর,রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া,আশারকান্দী ও পাইলগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত সুনামগঞ্জ  জেলা পরিষদ এর ১১ নং ওয়ার্ড এর সদস্য পদের উপ- নির্বাচন এর ভোট গ্রহণ  আজ ১৩ ই জুলাই রোজ মঙ্গলবার সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন এর সৈয়দপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে তালা প্রতীকে ৬৭ ভোট পেয়ে আলহাজ্ব সৈয়দ দুলাল বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সমছু মিয়া টিউবওয়েল প্রতীকে ২২ ভোট পেয়েছেন।
এই ওয়ার্ড এর ৭ টি ইউনিয়ন পরিষদের ৯২ জন ভোটার এর মধ্যে ৯০ জন ভোটার ভোট দিয়েছেন। তমধ্যে ১ টি ভোট বাতিল বলে গন্য হয়েছে।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলা পরিষদ এর ১১ নং ওয়ার্ড এর সদস্য সৈয়দ সাব্বির সম্প্রতি মৃত্যু বরণ করায় এই ওয়ার্ড এর সদস্য পদ শূন্য হয়।যার ফলে এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আপনি আরও পড়তে পারেন