সুনামগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ২ বোনের লাশ উদ্ধার

সুনামগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ২ বোনের লাশ উদ্ধার

সুনামগঞ্জের শাল্লার হাওরে ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকা ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু ঘটেছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার চাপতির হাওর থেকে নিখোঁজ দুই বোনের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন চাঁদনী বেগম (১৬)। সে উপজেলার বাহারা ইউনিয়নের মিজার্কান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে। অপর মৃত সাবিনা বেগম (১৮)। সে একই গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। বৃহস্পতিবার বিকেলে নৌকাডুবিতে তারা নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া গ্রামের আত্মীয়বাড়ি থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ভাইবোন মিলে ৬ জন আসছিল শাল্লার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে। বাড়ির পাশে চাপতির হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নৌকা।

এ সময় আশপাশের লোকজন এসে চারজনকে উদ্ধার করলেও দুই বোনকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে হাওরে দুটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গ্রামবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে।

বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী জানান, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন