টিকা নিয়েছেন হেফাজতের আমির বাবুনগরী

টিকা নিয়েছেন হেফাজতের আমির বাবুনগরী

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে গাড়িতে বসে টিকার প্রথম ডোজ নেন তিনি।

টিকা নেওয়ার সময় স্বাস্থ্যকর্মীরা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করে কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, আমি ভালো আছি। আপনার কেমন আছেন। আমার জন্য দোয়া করবেন।

করোনা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে আলেমদের মধ্যে কিছুটা ভীতি রয়েছে। এমতাবস্থায় জুনায়েদ বাবুনগরীর টিকা গ্রহণের কারণে তারা  টিকা গ্রহণে উৎসাহ পাবেন বলেও মনে করে হেফাজত ইসলাম।

আপনি আরও পড়তে পারেন