গাজীপুরের স্টাইল ক্রাফট গার্মেন্টসের অচলাবস্থার অবসান

গাজীপুরের স্টাইল ক্রাফট গার্মেন্টসের অচলাবস্থার অবসান

গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়ং ওয়ান বিডি লি. গার্মেন্টসের দীর্ঘদিনের শ্রম অসন্তোষ এবং অচলাবস্থার অবসান হচ্ছে। আগামী ২৫ আগস্ট এই কারখানা দুইটি চালু হবে। এদিন শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনও দেওয়া হবে।

বুধবার (১১ আগস্ট) রাতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে মালিক-শ্রমিক এবং সরকার ত্রিপক্ষীয় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা কারখানাগুলোর শ্রম অসন্তোষকে গাজীপুরের দুঃখ হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম প্রতিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের আন্তরিকতায় গাজীপুরের ঐতিহ্যবাহী এই পোশাক কারখানার দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলো। আলোচনার মাধ্যমে একটি সফল সিদ্ধান্তে শ্রমিক-মালিক উভয়পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন।

এতে বলা হয়, এর মাধ্যমে গার্মেন্টস শিল্পের ঐতিহ্যবাহী কারখানা প্রাণ ফিরে পাবে। দ্রুতই একই মালিকানাধীন পাবলিক লিমিটেড কারখানা দুইটি পোশাক রফতানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আলোচনায় অংশ নেওয়া সকলে আশা প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ আগস্ট কারখানা খুলে দেওয়া হবে। এদিন শ্রমিক এবং কর্মচারীদের জুন মাসের বেতন দেওয়া হবে। একইসঙ্গে কর্মচারীদের ২০২০ সালের ডিসেম্বর মাসের বকেয়া বেতন এবং শ্রমিক ও কর্মচারীদের গত ঈদুল আজহার বোনাস দেওয়া হবে।

এতে আরও জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর কর্মচারীদের ২০২০ সালের নভেম্বর মাসের বেতন এবং ২৫ সেপ্টেম্বর শ্রমিক ও কর্মচারীদের জুলাই মাসের বেতন দেওয়া হবে। ২০ অক্টোবর দেওয়া হবে আগস্ট মাসের বেতন এবং কর্মচারীদের মার্চ মাসের বকেয়া বেতন। এভাবে প্রতি মাসে ৫ দিন করে শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান করবেন কারখানা কর্তৃপক্ষ।

ত্রিপক্ষীয় আলোচনায় শ্রম মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সাকিউন নাহার বেগম, অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদফতরের মহাপরিচালক গৌতম কুমার, যুগ্মসচিব (শ্রম) মোহাম্মদ নান্নু মোল্লা, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান কচি, সহসভাপতি হারুন অর রশীদ, স্টাইল ক্রাফট লিমিটেডের পরিচালক শরীফ রহমান, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগ নেতা সৈয়দ আব্দুল জলিল, গাজীপুর মহানগর এবং শিল্প পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠন নেতারা এবং স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

আপনি আরও পড়তে পারেন