রাজধানীর উত্তরায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। তার নাম মো. সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমাদের কাছে গোপন সংবাদ আসে আব্দুল্লাহপুর এলাকায় ইয়াবা বিক্রি করার জন্য এক মাদক কারবারি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে আমাদের একটি টিম আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় মো. সাদ্দাম হোসেনের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি বলেন, সাদ্দাম হোসেন আমাদের জিজ্ঞাসাবাদে জানায়, সে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। পরে এসব ইয়াবা সে নিজে এবং বিভিন্ন লোক দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে। সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এই মামলায় তাকে আজ আদালতে পাঠানো হবে এবং রিমান্ড আবেদন করা হবে। আদালত মঞ্জুর করলে রিমান্ডে সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য জানা যাবে।