নওগাঁ কেডি স্কুলের প্রাক্তণ ছাত্রদের সংগঠন কেডিয়ানের ৬ ষ্ঠ বর্ষে পদার্পণ

নওগাঁ কেডি স্কুলের প্রাক্তণ ছাত্রদের সংগঠন কেডিয়ানের ৬ ষ্ঠ বর্ষে পদার্পণ
বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার  প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ কেডি সরকারি উচ্চ  বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন কেডিয়ানের ৫ম বর্ষ পূর্তি উৎসব ও ৬ বর্ষে পদার্পন উপলক্ষে কেডিয়ানের আয়োজনে আলোচনা সভা, এক মিনিট নিরবতা পালন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কেডি স্কুলের হলরুমে  কেডিয়ানের সভাপতি আনিসুর রহমান তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেডিয়ানের উপদেষ্টা আলতাফুল হক চৌধুরী ( আরব চৌধুরী ), কেডিয়ানের সহ-সভাপতি  বদরুজ্জামান  জামান, আহসান সাঈদ, যুগ্ম-সাধারন সম্পাদক শাবাব জায়েদীজ, সাংগঠনিক সম্পাদক  সাদাকাতুল বারী জয়, কার্যনির্বাহী সদস্য  সালেহ আহমেদ রেজা, কেডি স্কুলের শিক্ষক কেডিয়ান শহিদুল ইসলাম ও অনিক । এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন  রাজু, খোকন, সাঈদ ও জয়।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন কেডিয়ানের প্রচার ও প্রকাশনা সম্পাদক  রাশেদ জামান রাশেদ ।

আপনি আরও পড়তে পারেন