দোহারে শিল্পকলা একাডেমির শিক্ষকদের মাঝে নিয়োগ পত্র প্রদান

দোহারে শিল্পকলা একাডেমির শিক্ষকদের মাঝে নিয়োগ পত্র প্রদান
দোহার শিল্প কলাএকাডেমির সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের মাঝে নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।
শিল্পকলার সকল বিভাগে নিয়োগ প্রক্রিয়ার সকল সরকারি নীতিমালা ও বিধি অনুসরণ করে বিভিন্ন ইভেন্টে শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
২৩ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ সদ্য নিয়োগ পাওয়া শিক্ষকদের মাঝে নিয়োগ পত্র তুলে দেন।
নিয়োগ প্রাপ্ত শিক্ষকগন হলেনঃ
সংগীতঃ ওস্তাদ হেলেনা আক্কাস,
নৃত্যঃ পুরুষ বিভাগে কবির হোসেন,
মহিলা বিভাগে তিথি বাড়ৈ,
তবলায়ঃ ফারুক হোসেন,
ছবি আঁকায় জোবাইদা রহমান,
গীটারে সোহাগ ইসতিয়াক।
এসময় উপস্থিত সভাপতি নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষকগনকে আন্তরিকতার সাথে কাজ করে শিল্প সংস্কৃতিকে মানব কল্যান ও দেশ গঠনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে নির্দেশ প্রদান করেন।
তিনি  আরো বলেন এবং আশা করেন আপনাদের মাধ্যমে  দোহার শিল্পকলা থেকে বিভিন্ন ইভেন্টে তারকা বেরিয়ে আসবে বলে আশা করেন।
এছাড়াও অন্যান্য আলোচনার বিষয় ছিলঃ শিল্পকলা একাডেমি পূর্নগঠন,অভিষেক অনুষ্ঠান আয়োজন,ছাত্র ছাত্রী বৃদ্ধি করন প্রক্রিয়া ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও শিল্পকল একাডেমির সহ সভাপতি মোঃ ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক ডাঃ জালাল উদ্দীন আহমেদ, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সদস্য আবুল হাশেম ফকির, কুলসুম বেগম,সালেহা বেগম,নিলুফা ইয়াসমিন,

আপনি আরও পড়তে পারেন