রূপগঞ্জে নৌকা ডুবি ২ যাত্রী নিখোঁজ

রূপগঞ্জে নৌকা ডুবি ২ যাত্রী নিখোঁজ

রূপগঞ্জ প্রতিনিধি ঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া নোয়াপাড়া এলাকায় ঘাটে বুধবার রাত ৯টায় শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুই জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজরা হলেন- চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে চৈতি (১৭) ও তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০)।
চনপাড়া নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলেও ১৮ জন তীরে উঠে এসেছেন। তবে দুইজন নিখোঁজ আছেন। তিনি আরও জানান, রাতেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন