শরণখোলায় সিডিডি’র আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরণখোলায় সিডিডি'র আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ১৫ ই নভেম্বর (সিডিডি) এর আয়োজনে তাফালবাড়ি অফিসে সকাল ১১ টায় দূর্যোগ কালীন সময়ে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন (ওয়াশ) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে এ প্রশিক্ষণে ৩ নং রায়েন্দা ইউনিয়নের অসংখ্য প্রতিবন্ধী ব্যাক্তি এবং জনপ্রতিনিধি,সাংবাদিক,এনজিও,সমাজ সেবক সহ সিডিডির কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সিডিডির এসোসিয়েট কো-অর্ডিনেটর রাশেদুল আজম রাসেল, আওয়ামীলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিকবৃন্দ ।
৩ নং রায়েন্দা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ সত্তার বয়াতী,ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন তালুকদার,সিডিডির ফিল্ড কো-অর্ডিনেটর ইমরান খান রিগান প্রমূখ।
এ সময় সিডিডির এসোসিয়েট কো-অর্ডিনেটর রাশেদুল আজম রাসেল বলেন, সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করে তাদের যথাযথ নেতৃত্ব গ্রহণের উপযোগী করার জন্য এ সংস্থা প্রতিষ্ঠা করা হয়।
প্রতিবন্ধিতা নিয়ে কর্মরত উন্নয়ন সংগঠন সিডিডির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে সহযোগিতা ও বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ প্রদানসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সিডিডি কার্যকরী ভূমিকা রেখে চলছে।

আপনি আরও পড়তে পারেন