প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করলেন গুইমারার হাজারো মানুষ

এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি:-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  কন্ঠ মিলিয়ে,লাল সবুজের পতাকা হাতে নিয়ে শপথ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার হাজারো মানুষ।

বৃহস্পতিবার(১৬ডিসেম্বর)বিকালে মহান বিজয় দিবস উদযাপনের জন্য নির্ধারিত ভেন্যু,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।তার আগে দুপুর ২ টার পর থেকে বিভিন্ন শ্রেণীপেশার ছোট-বড় সকল বয়সী মানুষ,এসে জড়ো হয় বিদ্যালয় মাঠে।বেলা বাড়ার সাথে সাথে মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় মাঠ।শপথে অংশ নেন,গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা ইউ,পি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউ,পি চেয়ারম্যান মংশে চৌধুরী,সিন্দুকছড়ি ইউ,পি চেয়ারম্যান রেদাক মারমাসহ,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,আইন-শৃংখলা বাহিনীর সদস্য,সকল পেশাজীবী,সকল সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যগণ,ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী কৃষক,শ্রমীক,ছাত্রসহ সমাজের সর্বস্তরের মানুষ।

আপনি আরও পড়তে পারেন