এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি:-
ফাস্ট ফুড নয়,চাই সুষম খাবার প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হল রুমে শুরু হয়ে ৩০ ডিসেম্বর সমাপ্তি হয়।
এতে গুইমারা সরকারি কলেজ, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়,হাফছড়ি উচ্চ বিদ্যালয়, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়, শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের ষ্টলে ফাস্ট ফুড ও সুষম খাবারের প্রদর্শন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন,গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, নির্বাহী অফিসার তুষার আহমেদ। বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক শান্তনু মহাজন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান,সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা জায়নুল আবেদীন, গুইমারা সোনালী ব্যাংকের ম্যানেজার, এরফানুল হক মোঃ বেলাল হোছাইনী,জালিয়াপাড়া বনরেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেনসহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ।