বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রবাসীদের কাজ করতে হবে — দুবাইয়ে এড. শামসুল ইসলাম

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রবাসীদের কাজ করতে হবে -- দুবাইয়ে এড. শামসুল ইসলাম
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
সিলেট জজ কোর্টের  অতিরিক্ত পিপি এ্যাডভোকেট শামসুল ইসলাম বলেছেন,  বাংলাদেশের আর্থসামজিক উন্নয়ন প্রবাসীদের অবদান সত্যই প্রশংসার দাবিদার। আপনারা বিদেশে থাকলেও আপনাদের হৃদয় থাকে বাংলাদেশে, এজন্যই আপনাদের কষ্টার্জিত অর্থ নিজ পরিবার, আত্মীয়-স্বজন ও দেশের উন্নয়নে কাজ করে থাকেন। আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন এর প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি আপনাদের আহবান জানাবো জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে।
বিশ্বের অন্যতম উন্নত দেশ দুবাই শাখা বাংলাদেশ আওয়ামী লীগ এর আয়োজনে ২৩ শে জানুয়ারী রোজ রবিবার  দুবাই শহরের একটি অভিজাত হোটেলে  দুবাই দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথা গুলো বলেছেন সিলেট আইন মহাবিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি সিলেট মহানগর আওয়ামী সাবেক দপ্তর সম্পাদক সিলেট জজ কোর্টের  অতিরিক্ত পিপি এ্যাডভোকেট শামসুল ইসলাম।
প্রবাসী সিলেট সমিতির সাধারণ সম্পাদক জানান উক্ত মতবিনিময় সভায় বিশেষ  অতিথি হিসাবে বক্তব্য  রাখেন, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা  ফারুক ইসলাম,কমিউনিটি নেতা প্রকৌশলী শিব্বির আহমেদ, উপদেষ্টা এমএ মুহিত চৌধুরী, উপদেষ্টা শাহিন আল রাজি, শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, দুবাই আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান, আমানুর রহমান আমান, নিয়াজ খাঁন, প্রবাসী সিলেট সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ আহমেদ, দুবাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, মোজাম্মেল হোসেন, আব্দুর রশিদ, লোকমান আহমদ, মশিউর রহমান। বক্তব্য রাখেন  মোহাম্মদ ইমরান হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহ আলম,মোহাম্মদ আলী আসকর,রাসেল আহমেদ প্রমুখ।
পরিশেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন দুবাই শাখা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন