ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় সেনা সদস্যের মৃত্যু

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় সেনা সদস্যের মৃত্যু

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় সেনা সদস্যে মোঃ তরিকুল ইসলামের (২৪) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত তরিকুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে। তরিকুল বরিশাল সেনানিবাসের বীর কোরে সৈনিক পদে কর্মরত ছিল।
নিহতের স্বজনরা জানায়, শনিবার রাতে সেনা সদস্য তরিকুল ইসলাম মোটর সাইকেল যোগে শৈলকুপার গাড়াগঞ্জ থেকে ভাটই বাজারে ফিরছিল। অপরদিক থেকে ঝিনাইদহ থেকে একটি ট্রাক ভাটই গ্রামীন ব্যাংকের সামনে আসলে সামনে থেকে ধাক্কাদেয়। এসে সে গুরুতর আহত হয়। পথচারীরার তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শৈলকুপা ভাটই বাজারের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন জানান, গাড়াগঞ্জ বাজার থেকে ভাটই বাজরের দিকে আসছিল তরিকুল ইসলাম। বাজারের কাছাকাছি আসলে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মুসলিমা জিনাত জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

আপনি আরও পড়তে পারেন