সরে দাড়ালেন বক্সনগরের স্বতন্ত্র প্রার্থী, সমর্থন দিয়ে ভোট চাইলেন নৌকায়

সরে দাড়ালেন বক্সনগরের স্বতন্ত্র প্রার্থী, সমর্থন দিয়ে ভোট চাইলেন নৌকায়

নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুল আওয়াল প্রার্থীতা থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন।

আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়াকে সমর্থন জানিয়ে তিনি সরে দাড়ানোর ঘোষণা দেন।

শনিবার রাত সাড়ে ৭টায় বর্দ্ধনপাড়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গনে আয়োজিত নৌকার প্রার্থীর পক্ষে আয়োজিত সভায় এ ঘোষণা দেয়া হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তপন বার্ণার্ড গমেজ সভায় সভাপতিত্ব করেন। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন খানের অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

কাজী আব্দুল আওয়ালের প্রার্থীতা প্রত্যহারের ঘোষণাকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আগামী ৩১ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রিয় অভিভাবক সালমান এফ রহমানকে আমরা দেখিয়ে দিতে চাই নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নে নৌকা প্রতীক সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে। আমরা দৃষ্টান্ত স্থাপন করে সর্বোচ্চ ভোটে পেয়ে সর্বোচ্চ উন্নয়ন পেতে চাই।

সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বাবুল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ-এর ডা. জুনায়েত বাতেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, কাজী আব্দুল আওয়াল, সমাজকর্মী শেখ হান্নান, মো. মমিনুল ইসলাম প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন