পরীমণি সম্পর্কে যা বললেন আলমগীর

পরীমণি সম্পর্কে যা বললেন আলমগীর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলছে তারকাদের প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বিএফডিসিতে শিল্পীসহ বহু মানুষের আনাগোনা বেড়েছে। দুটি প্যানেলে এবার নির্বাচনে লড়ছে মিশা-জায়েদ প্যানেল ও ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল। এই দুই প্যানেলে শিল্পীরা একে অন্যকে দোষারপ করেই যাচ্ছে। যা সম্পতি সবার নজরে এসেছে।

ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে মঙ্গলবার ২৫ জানুয়ারি সব প্রার্থীদের সঙ্গে পরিচিতি সভার ঘোষাণা দেওয়া হয়েছিল। দুপুর ৩টা পর শুরু হয় এই সভা। সভায় চিত্রনায়ক আলমগীর বলেন, গত বছর পরীমণির মাদককাণ্ডে তার পাশে না থেকে উল্টো তার সদস্যপদ স্থগিত করে দিয়েছিল সাবেক প্যানেল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীমণি আমাদের ছোট বোন। আপনারা সবাই জানে তার কিছুদিন আগে একটা প্রবলেম দাড়িয়েছিল। নানা ভোগান্তির মধ্যে তাকে পড়তে হয়। এরমধ্যে একটা ভোগান্তি ছিল কোর্টের বিচারের আগেই তড়িঘড়ি করে তার সদস্যপদ স্থগিত করে দেওয়া হয়। বিচার তো তখনও শেষ হয়নি তাহলে কি করে শিল্পী সমিতি পরীমণির সদস্যপদ স্থগিত করলো? সেখানে বলা হয়েছিল, আমিও মতামত দিয়েছি যাতে পরীর সদস্যপদ স্থগিত করে দেওয়া। অথচ তখন আমার কোন মন্তব্যই তারা গ্রহণ করেনি। বরং যেটা বলেছি তার উল্টোটা করেছি।’

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ একাধিক তারকা শিল্পী অংশ নিচ্ছেন। সব কিছু ঠিক থাকলে আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

আপনি আরও পড়তে পারেন