নরসিংদীতে কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু

নরসিংদীতে কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় জয়া দাশ (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়া দাস উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাশের মেয়ে। তিনি গাজীপুরের কালীগঞ্জে সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে জয়া দাশ কানে হেডফোন লাগিয়ে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনের রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আসলেও কানে হেডফোন থাকায় তিনি তা খেয়াল করেননি। পরে ট্রেন জয়াকে পেছন থেকে ধাক্কা দিলে রেললাইনের নিচে ছিটকে পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরল আলম বলেন, ‘প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি কানে হেডফোন থাকার কারণে তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি। ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা দুর্ঘটনার খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জয়া দাশের মরদেহ উদ্ধার করেছি।’

‘এ ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

আপনি আরও পড়তে পারেন