স্টাফ রিপোর্টার:
নওগাঁর বদলগাছীতে ট্রিপল মার্ডার মামলার আসামী হাশেম আলী, সাইদুল, আইজুল, জালাল, জাহেদ, সোহাগ ও হেলালসহ অন্যান্য সকল আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। ‘সচেতন নাগরিক ও পরিবারবর্গ’ এর উদ্যোগে সোমবার নওগাঁ আদালতের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মীর আলমগীর হোসেন, নিহত শহিদুল ইসলাম দুলুর ছেলে রবিউল ইসলাম, ভাই ফিরোজ হোসেন, এলাকাবাসী ফিরোজ হোসেনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামের শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ গণদের সাথে প্রতিপক্ষের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গত ২০১৪ সালের ৬ জুন বিকাল ৩টার দিকে দেশীয় অস্ত্র দিয়ে একই গ্রামের হাসেম আলী, ছাইদুল, আইজুল হক, জালাল হোসেন, হেলাল হোসেন, বেলাল, জায়েদ গংরা হামলা চালিয়ে শহিদুল ইসলাম দুলু, আমজাদ ও আব্দুল ওয়াদুদ আহত করলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় ২২ জনকে আসামী করে মামলার পর পুলিশ সাতজনক আটক করে জেলহাজতে পাঠায়। বাকী মামলার আসামী হাশেম আলী, সাইদুল, আইজুল, জালাল, জাহেদ, সোহাগ ও হেলালসহ অন্যান্য সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানানো হয়।