দোহারে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা

‘মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’  এই শ্লোগানে দোহারে জাতীয় ভোটার দিবস ২০২২ উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ থেকে র ্যলী বের হয়ে জয়পাড়া রতন চত্তর ঘুরে পূনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের আলমের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় ভোটাধিকার নিয়ে অনেকে অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিয়া, জয়পাড়া বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডায়া সহ অনলাইন সাংবাদিক  ও তার গার্লস গাইড সহ আরো অনেকে।

আপনি আরও পড়তে পারেন