দোহারে হাট শেষ হয়েছে, পরিষ্কার হয়নি আবর্জনা

দোহারে হাট শেষ হয়েছে, পরিষ্কার হয়নি আবর্জনা

 সাইফুল ইসলাম,দোহার-নবাবগঞ্জঃ

ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা বাংলাবাজার অস্থায়ী পশুর হাট শেষ হলেও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় নি। মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বাংলাবাজের যেখানে অস্থায়ী পশুর হাট বসানো হয়েছিলো সেখানে ময়লা আবর্জনার স্তুপ পরে রয়েছে। গত রবিবার সকালে পশুর হাট শেষ হলেও এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি আবর্জনা। আর এসব ময়লা আবর্জনার দূর্গোন্ধে সমস্যা হচ্ছে বাজারের স্থায়ী দোকান ব্যবসায়ী ও ক্রেতাদের। একাধিকবার বাজার কমিটির সদস্যদের বলা হলেও পরিষ্কার করা হয়নি। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এই পঁচা দূর্গন্ধে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে আমাদের। ক্রেতারাও দোকানের সামনে এসে সময় দিতে চাচ্ছে না। এতে আমরা শারীরিকভাবে ও আর্থিকভাবে ক্ষতি গ্রস্ত হচ্ছি। বাজার করতে আসা ক্রেতা শামীম বলেন, দুধ হাটায় গিয়েছিলাম দুধ কিনতে। বিশ্বাস করুন গন্ধে আমার বমি চলে এসেছিল প্রায়। আর মাছ হাটায় তো যাওয়াই যায় না। এ বিষয়ে পশু হাটের ইজারাদার কালাম বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন, রবিউল আউয়ালকে কন্টাক দিয়েছিলাম। সে এখোনো পরিষ্কার করেনি। আজকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিম খানের সাথে কথা বললে তিনি জানান, লেবার পাউয়া যায়নি তাই পরিষ্কার করতে দেরি হয়েছে। তাছাড়া যাকে কন্টাক দেয়া হয়েছে সে অসুস্থ তাই এখনো করতে পারেনি। আগামীকালকের মধ্যে পরিষ্কার করে দেয়া হবে। কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল জানান, আমি তাদের বলেছি, আগামীকালকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোবাশ্বের আলম জানান, হাটের কার্যক্রম শেষ হওয়ার ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে হবে। যদি কোন ইজারাদার এটি না করেন এবং জনদূর্ভোগ সৃষ্টি করেন তবে ব্যবস্থা নেয়া হবে।

 

আপনি আরও পড়তে পারেন