কটিয়াদীতে ট্রেনের ইঞ্জিন বিকল

কটিয়াদীতে ট্রেনের ইঞ্জিন বিকল
মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা  প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে গচিহাটা রেলওয়ে স্টেশনের কাছে  সকাল ৬টা ৫০ মিনিটে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। তিন ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার (২৯ জুলাই)সকাল ১০টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি নতুন ইঞ্জিনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে ছেড়ে গেছে।
জানা যায়, আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলে নতুন ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
গচিহাটা  রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬টা ৫০ মিনিটের দিকে কটিয়াদী উপজেলাধীন গচিহাটা রেলস্টেশনের কাছে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। নতুন ইঞ্জিনের মাধ্যমে ৯টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

আপনি আরও পড়তে পারেন