ডিএনসিসি কার্যালয়ে অর্ধেক বাতি জ্বালানোর নির্দেশ মেয়রের

ডিএনসিসি কার্যালয়ে অর্ধেক বাতি জ্বালানোর নির্দেশ মেয়রের

বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে- অর্থ বিভাগের এমন নির্দেশনা মানতে ডিএনসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে অর্ধেক সংখ্যক বাতি জ্বালানোর নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (২৯ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করেছেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক অফিস আদেশের কথা উল্লেখ করে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ডিএনসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে মেয়র উল্লেখ করেছেন, এসি টেম্পারেচার ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া যাবে না। কক্ষে অবস্থানরত অবস্থায় সম্ভব হলে এক ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী এক ঘণ্টা বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি, বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ বন্ধ রাখতে হবে।

ডিএনসিসির সচিব আরও বলেন, অফিস আদেশের এই চিঠিটি ইতোমধ্যে কাউন্সিলর অফিস, ডিএনসিসির সব বিভাগীয় প্রধানদের ও আঞ্চলিক কার্যালয়সহ ডিএনসিসির সব বিভাগে পাঠানো হয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন