দুর্গা পূজা উপলক্ষে সুনামগঞ্জের শ্রীরামকৃষ্ণ আশ্রমে দুই শতাধিক নারীর মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের শ্রীরামকৃষ্ণ আশ্রমে দুই শতাধিক নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের দুর্গাপূজার মহা সপ্তমী পূজায় হবিগঞ্জ শ্রীরামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমে আজ ২ রা অক্টোবর রোজ রবিবার সকালে হিন্দু -মুসলিম উভয় সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দী, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি পরিমল কান্তিদে, সহ সভাপতি অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, সদস্য অলক দত্ত, মঞ্জু তালুকদার, চিনু চৌধুরী, কার্তিক রায়, স্বপন দাস, চন্দন রায়, সারদা সংঘের সভাপতি সঞ্চিতা চৌধুরী, সদস্য পম্পা এষ, গৌরী দাস, মলি রায় প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন