যাত্রীবেসে গুড়োর বস্তায় গাঁজা বহন করতে গিয়ে মাদক ব্যবসায়ী ধরা

যাত্রীবেসে গুড়োর বস্তায় গাঁজা বহন করতে গিয়ে মাদক ব্যবসায়ী ধরা
বিকাশ চন্দ্র প্রামানিক, নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা  ৬ কেজি  গাঁজাসহ আব্দুর রহিম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (২৪ অক্টোবর ) ভোর  ৪ টা ৪৫ মিনিটে উপজেলার পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম বগুড়া জেলার গাবতলী  থানার সুখানপুকুর গ্রামের  ইদ্রিস প্রামিনিকের ছেলে। পুলিশ সুপারের দিকনির্দেশনায় ফাঁড়ির পরিদর্শক জিলানীর তত্ত্বাবধানে উপপরিদর্শক রকিবুল হাসানের নেতৃত্বে এএস আই মুনিরুল, সদস্য তৌহিদসহ একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আব্দুল জিলানী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলি পরিবহনে গাঁজার একটি চালান আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় ওই বাসে অভিযান চালিয়ে রহিমকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে রাখা একটি বস্তার মধ্যে কাঠের গুড়োর ভিতর থেকে ৬ কেজি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন