মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে চারদিন ব্যাপি বাহারি পিঠা ও ফার্নিচার মেলা চলছে। উপজেলার শাহেদল ইউপির আশুতিয়া নতুন বাজারে এ মেলা বসেছে।
একদিকে শীতকাল আর অন্য দিকে বাহারি পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল ও ফার্নিচার মেলা। সব মিলিয়ে ওই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় লোকজনের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকেও বাহারি পিঠার স্বাদ নিতে মানুষ মেলায় আসছে।
সরেজমিন মেলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন পিঠার স্টলে ভিড় করেছে তরুণ-তরুণী আর পিঠা রসিকরা। কেউ বাহারি নামের এসব পিঠা কিনতে আবার কেউবা এসব পিঠার সৌন্দর্য দেখতে ভিড় করছেন। এখান থেকে পিঠা কিনে নিয়ে যেতে দেখা যাচ্ছে অনেককেই।
পিঠা ছাড়াও এই মেলায় কাঠের তৈরি ফার্নিচার, কসমেটিকস সামগ্রী, বিভিন্ন পদের আচার ও মিষ্টিসহ দেশীয় খাদ্য পাওয়া যাচ্ছে। যা বাড়তি আমেজ নিয়ে এসেছে এখানকার গ্রামীণ জনগোষ্ঠীর দুয়ারে।
স্থানীয় শাহ আলম জানান, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আর শীতের আমেজকে ধরে রাখতে এসব পিঠা মেলার বিকল্প নাই। বিভিন্ন নামের পিঠা নিজ চোখে দেখতে পারা ও খাওয়ার মজাই আলাদা।আমাদের এলাকায় এমন একটা আয়োজন সত্যিই ভালো লাগছে।
গকুল নগর গ্রামের পিঠা দোকানি সেলিম, নানা রকমের পিঠা নিয়ে বসেছেন। এর মধ্যে পাটি সাপটা পিঠার স্বাদ ছড়িয়ে পড়েছে।
আয়োজকরা জানান, উৎসব আর পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই পিঠা মেলা।
উল্লেখ্য:গত বুধবার(২৮ ডিসেম্বর) রাতে পিঠা মেলার উদ্বোধন করেন পৌর মেয়র কাইয়ুম খোকন।কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুদ আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ।