বয়সে ছোট প্রেমিককে নিয়ে মালাইকার কড়া জবাব

বয়সে ছোট প্রেমিককে নিয়ে মালাইকার কড়া জবাব

ভারতের মডেল ও বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে অনেক ছোট থেকেই প্রেমের সম্পর্ক তার। কিন্তু মালাইকার থেকে অর্জুন বয়সে ছোট হওয়ায় অনেক কটাক্ষের উপর দিয়ে যেতে হয়েছে মালাইকাকে। কিন্তু এগুলোর কোনোকিছুই মাথায় নেননি এই তারকা। ভারতীয় গণমাধ্যমের খবর, অর্জুনকে নিয়ে মালাইকার যত সমালোচনা হয়েছে, তার কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই। এতে মুখ বন্ধ হয়েছিল সমালোচকদের। মালাইকার মধ্যে থাকা আত্মবিশ্বাস দেখে অনেকে বাহবাও দিয়েছিলেন তাকে। মালাইকা বরাবরের মতোই প্রেমিক অর্জুনকে বড় করেই দেখেন। বাল্যপ্রেমিক অর্জুনকে এই অভিনেত্রী যে মনেপ্রাণে ভালবাসেন, তাতে কোনো সন্দেহ নেই। মালাইকার কথায়, ‘অর্জুনের…

বিস্তারিত