বাতিল হলো ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

ফুটবলের সূচি অনুযায়ী আগামী ২৬ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হওয়া কথা ছিলো ইকুয়েডরের। তারপর দিন ব্রাজিল খেলবে বলিভিয়ার বিপক্ষে। তবে করোনা গ্রাসে বন্ধ হয়ে গেলো এই ম্যাচগুলোও।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো পরে কখন হবে সে ব্যাপারেও বিস্তারিত কিছু জানায়নি তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫১৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬০৭ জনের।

আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনা ঘটেছে চীনে। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটি নানা ধরনের কঠোর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামলে ওঠার পর এখন সংক্রমণ বাড়ছে ইউরোপ ও আমেরিকায়।

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন