ভিভের ৩৩ বছরের রেকর্ড ভাঙলেন কুক

অ্যাশেজের মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনটা যদি হয়ে থাকে ইংল্যান্ডের। তৃতীয় দিনটা তাহলে শুধুই অ্যালিস্টার কুকের!

দিন শেষে অপরাজিত আছেন ২৪৪ রানে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই।

কুক ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের ৩৩ বছরের রেকর্ড। ১৯৮৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে ভিভের খেলা ২০৮ রানের ইনিংস ছিল আগের রেকর্ড।

#অস্ট্রেলিয়ার বড় পাঁচটি ভেন্যুর দুটিতে সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন কুকের। ২০১০-১১ অ্যাশেজে তিনি ব্রিসবেনে খেলেছিলেন অপরাজিত ২৩৫ রানের ইনিংস। যেটি গ্যাবায় সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।

#অস্ট্রেলিয়ার মাটিতে দুটি বা এর বেশি ডাবল সেঞ্চুরি করা মাত্র তৃতীয় সফরকারী ব্যাটসম্যান কুক। অন্য দুজন ওয়ালি হ্যামন্ড ও ব্রায়ান লারা। এর মধ্যে হ্যামন্ডের আছে তিনটি।

কুকের অপরাজিত ২৪৪ রান অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যানের পঞ্চম সর্বোচ্চ। আর সর্বোচ্চ লেন হাটনের ৩৬৪, ১৯৩৮ সালে ওভালে।

#কুক গত আগস্টে এজবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ডাবল সেঞ্চুরি। এরপর ১০ ইনিংসে নেই কোনো ফিফটি। মেলবোর্নে পঞ্চাশ ছুঁয়েই সেটিকে ডাবলে রূপ দিলেন। কুক ছাড়া এ বছর একের অধিক ডাবল সেঞ্চুরি আছে শুধু বিরাট কোহলির (৩টি)।

#১০ ঘণ্টারও বেশি সময় ক্রিজে থেকে ৪০৯ বলে ২৭টি চারে ২৪৪ রানে অপরাজিত আছেন কুক। যেটি গত সাত বছরে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো ব্যাটসম্যানের দীর্ঘতম ইনিংস। ২০১০ সালে গ্যাবার কুকেরই অপরাজিত ২৩৫ ছিল আগের রেকর্ড।

#কুকের দেড়শ বা এর বেশি রানের ইনিংস হলো ১১টি, যা ইংল্যান্ডের ব্যাটসম্যানের সর্বোচ্চ। এমন ইনিংস ১০টি করে আছে ওয়ালি হ্যামন্ড, লেন হাটন ও কেভিন পিটারসেনের।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment